রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: হাসপাতাল থেকে ছুটি 'মহাগুরু'র, স্ট্রোক না সুগার ফল, আসল সমস্যা কী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ ফেব্রুয়ারী ২০২৪ ১৫ : ২৪


সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী। চওড়া হাসি হেসে নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন সে কথা। খবর ছড়াতেই কলকাতা স্বস্তির শ্বাস ফেলেছে। টানা দু’রাত প্রায় জেগে কাটিয়ে অবশেষে অনুরাগীদের মুখে যেন যুদ্ধ জয়ের হাসি। কিন্তু ‘মহাগুরু’র উত্তরে নতুন ধোঁয়াশা তৈরি। শনিবার অসুস্থ তারকা অভিনেতার যাবতীয় ডাক্তারি পরীক্ষার পরে মেডিক্যাল টিম জানিয়েছিল, তাঁর স্ট্রোক হয়েছে। এদিন কিন্তু মিঠুন নিজমুখে জানালেন, তাঁর ডায়াবেটিসের কথা! যা তাঁর আপ্তসহকারী এবং পরিবার শুরু থেকে বলে এসেছেন।



এদিন শহরের বেসরকারি হাসপাতালের সামনে সকাল থেকে সাংবাদিকদের ভিড়। কালো টুপিতে মাথা ঢেকে, গায়ে সাদা চাদর জড়িয়ে, রোদচশমায় চোখ ঢেকে তিনি বড় ছেলে মিমোকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন। তাঁদের ঘিরে নিরাপত্তীরক্ষীদের বলয়। অপেক্ষারত সাংবাদিকদের তাঁরা সরিয়ে দিতে চাইলে সঙ্গে সঙ্গে বাধা দেন তিনি। বলেন, ‘‘আজ ওঁদের দিন। ওঁরা থাকবেন। আজ আপনারা পিছনে সরে যান।’’ পাশে রাখেন মিমোকে। তারপরেও চওড়া হেসে জানান, ভাল আছেন তিনি। সব ঠিক আছে। আর কোনও সমস্যা নেই।

তারপরেই বলেন, ‘‘আমি খেতে ভালবাসি। যা মুম্বই বা বেঙ্গালুরুতে পাই না সেটাই কলকাতায় এলে চেটেপুটে খাই। এই খাওয়াই আমার বড় শত্রু। অতিরিক্ত খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম।’’ তখনই তিনি সংবাদমাধ্যমকে জানান, তাদের মাধ্যমে তিনি সবাইকে এই বার্তা দিতে চান, সব বয়সেই খাওয়ার পরিমাণ যেন নিয়ন্ত্রণে থাকে। অতিরিক্ত খাওয়া ভাল নয়। পাশাপাশি, যাঁদের ডায়াবেটিস তাঁরা মিষ্টি না খেলেই ভাল থাকবেন এমন ভাবাও ভুল। যে কোনও সময় ডায়াবেটিস সমস্যা তৈরি করতে পারে। আর ইনসুলিনকে কেউ যেন ভয় না পান। এটি শরীর সুস্থ থাকতে যথেষ্ট সহযোগিতা করে।



পথিকৃতের শুটে আবার কবে থেকে দেখা যাবে তাঁকে? মানবিক মিঠুনের উত্তর, ‘‘আমি কাল থেকেই শুট করতে রাজি। এটা শুধুই আমার চাওয়া। আসলে চাই না, আমার জন্য ওর কোনও সমস্যা হোক। প্রচুর অভিনেতা নিয়ে ছবি করছে তো। তবে পথিকৃৎ কিছুটা সময় নিচ্ছে। পুরোটা আবার সাজাবে। সম্ভবত ২৫ বা ২৬ তারিখ থেকেই আবার কাজে ফিরব।’’ ‘মহাগুরু’র শুটিং নিয়ে আজকাল ডট ইনকে পথিকৃৎ বলেছেন, ‘‘এক্ষুণি শুটিং হবে না। আমাদের প্রথম পর্বের শুট শেষ। দিন কয়েকের বিরতি নিয়ে ফের সবাই কাজে ফিরবেন। দাদার অসুস্থতা আমাদের কাজে কোনও সমস্যা তৈরি করেনি।’’




নানান খবর

নানান খবর

‘ভয় পাস না মা, আমি আছি’, ঝুপড়ি থেকে কন্যাশিশু উদ্ধার করলেন দিশা পটানির দিদি!

Ramayana 2: সীতা বন্দি, নতুন রূপে রাম - রামায়ণের দ্বিতীয় পর্বে বদলে যাচ্ছে গল্পের ছন্দ? কবে থেকে শুরু শুটিং?

শরীর চাই, নাভি না দেখালে হিট নয়! মালবিকার মুখে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্ধ যৌনতার ছবি

সলমনের বিয়ে হওয়া ফস্কেছিল একটুর জন্য! কীভাবে জানেন? সম্পর্কে ইতি টানলেন শুভমন-সারা?

Exclusive- “শিবপ্রসাদ শিশির ভাদুড়ী, আমরা চুনোপুটি!” ছবি মুক্তির আগেই আচমকা শিবপ্রসাদকে কেন এমন বললেন রাখি গুলজার?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা? 

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

সোশ্যাল মিডিয়া